Skip to content

ImaginativeWorld/IW-Code-Editor

Repository files navigation

IW Code Editor

IW Code Editor হচ্ছে ইমাজিনেটিভ ওয়ার্ল্ড কোড এর জন্য বিশেষ ভাবে তৈরি করা একটি অনুশীলন এবং পোষ্ট এডিটর। কোন ধরনের কোড এডিটর নয়।

এটি HTML, CSS এবং JavaScript দিয়ে তৈরি করা। এগুলো সম্পর্কে আপনার ধারনা থাকলে আমাদের এডিটরটির উন্নয়নে যোগ দিন.. :)

লাইসেন্স

এটি ওপেন-সোর্স এবং MPL 2.0 লাইসেন্স ব্যবহার করে।

ব্যবহার

index.html ফাইলটি চালু করে এডিটরটি ব্যবহার করতে পারবেন।

বৈশিষ্ট্য

  • কোড এডিটরে যা লিখবেন তা স্বয়ংক্রিয় ব্রাউজারেরই সংরক্ষিত হয়। ব্রাউজারের ক্যাশ (Cache) মুছা না পর্যন্ত কোড সমূহ ব্রাউজারেই থাকবে।
  • কোড লিখার সাথে সাথে সরাসরি প্রিভিউ দেখার ব্যবস্থা।
  • এটি দিয়ে সাধারন ভাবে HTML, CSS, JS কোড লিখা যাবে।
  • পোষ্ট এডিটর চালু করতে কি-বোর্ড থেকে F1 চাপতে হবে।
  • পোষ্ট এডিটরে একসাথে ৪টি খসড়া তৈরি এবং এবং সংরক্ষনের সুবিধা আছে।

কোনো সাহায্য প্রয়োজন?

যে কোনো সাহায্যের জন্য আমাদের নিচের ঠিকানায় ই-মেইল করতে পারেনঃ

ই-মেইলঃ [email protected]

About

Exercise and Post Editor for Imaginative World Code.

Resources

Stars

Watchers

Forks

Releases

No releases published

Packages

No packages published