Skip to content

Latest commit

 

History

History
26 lines (16 loc) · 1.26 KB

first_program.md

File metadata and controls

26 lines (16 loc) · 1.26 KB

প্রথম প্রোগ্রাম

প্রথমে কোডব্লোকস রান করি। তারপর নিচের কোডটুকু লিখি।

#include <stdio.h>
int main()
{
   printf("Hello Programming"); 
   return 0;
}

প্রোগ্রামটিকে first_program.c নামে সেভ করি। তারপর কোডব্লোকসের Build মেনু থেকে Build and run কমান্ডটিতে কিল্ক করি অথবা কিবোর্ড থেকে F9 বাটন চাপি। তাহলে নতুন একটা টার্মিনাল উন্ডোতে নিচের মত অাউটপুট দেখতে পাবো।

*** Output ***

Hello Programming

***নোট: *** প্রতিটা সি প্রোগ্রাম main() ফাংশন থেকে এক্সিকিউসন শুরু করে। printf() ফাংশনটি কোটেশনের ভিতরে থাকা কনটেন্ট প্রিন্ট করে। ফাংশন নিয়ে পরবর্তিতে অামরা অারও বিস্তারিত অালোচনা করব।