#কন্সট্যান্টস বা ধ্রুবক (Constants)
কন্সট্যান্ট মানে ফিক্সড ভ্যালু । সহজ ভাবে বলা যায়, যার ভ্যালু প্রোগ্রাম এক্সিকিউসনের সময় চেঞ্জ হয় নাহ। কন্সট্যান্ট যে কোন ব্যাসিক ডাটা টাইপের হতে পারে। সাধারণত সি প্রোগ্রামিং এ চার ধরনের কন্সট্যান্ট দেখা যায়।
Constant | Type of value stored |
---|---|
Integer Constant | যে সকল কন্সট্যান্ট ইন্টিজার ভ্যালু স্টোর করে। |
Floating Constant | যে সকল কন্সট্যান্ট ফোল্টিং ভ্যালু স্টোর করে। |
Character Constant | যে সকল কন্সট্যান্ট ক্যারেক্টার ভ্যালু স্টোর করে। |
String Constant | যে সকল কন্সট্যান্ট স্ট্রিং ভ্যালু স্টোর করে। |
এছাড়া ইনুমেরশন(enumeration or enum) নামে এক ধরনের কন্সটেন্ট রয়েছে। প্রতি টাইপের কন্সট্যান্টস নিয়ে পরবর্তিতে অামরা বিস্তারিত অালোচনা করব উদাহরনসহ। এখন অামরা দেখবো কিভাবে কন্সট্যান্স ডিক্লেয়ার করা হয়।
সি প্রগ্রামিং এ সাধারনত দুই ভাবে কন্সট্যান্টস ডিক্লেয়ার করা যায় -
- #define প্রিপ্রসেসর ব্যবহার করে।
- const কিওয়ার্ড ব্যবহার করে।
কিভাবে #define প্রিপ্রসেসর ব্যবহার করে কন্সট্যান্ট ডিক্লেয়ার করা যায় তার সিন্টেক্স নিচে দেয়া হল -
#define identifier value
উদাহরন:
#define PI 3.1416
এখানে PI হচ্ছে কন্সট্যান্টের নাম এবং 3.1416 হচ্ছে ভ্যালু।
কিভাবে const কিওয়ার্ড ব্যবহার করে কন্সট্যান্ট ডিক্লেয়ার করা যায় তার সিন্টেক্স নিচে দেয়া হল -
const type variable = value;
উদাহরন:
const float PI = 3.1416;
উল্লেখ্য যে কন্সট্যান্টকে সাধারনত ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে লিখা হয়। এটা অাব্যশিক কোন নিয়ম নাহ, তবে এইভাবে লেখাকে 'Good Practice' হিসেবে ধরা হয়।
নোট: ফিক্সট ভ্যালু হওয়ার কারণে কন্সট্যান্টস লিটারালস নামেও পরিচিত।