Skip to content

Latest commit

 

History

History
executable file
·
48 lines (43 loc) · 4.67 KB

operators.md

File metadata and controls

executable file
·
48 lines (43 loc) · 4.67 KB

অপারেটর

ভ্যারিয়েবলে মান এসাইন, দুটি ভ্যালুকে তুলনা করা কিংবা বিভিন্ন গানিতিক অপারেশন সর্ম্পূন করার জন্য বিভিন্ন অপারেটর ব্যবহার করা হয়। যেমন:

তুলনা মূলক অপারেটর

তুলনা মূলক স্ট্যাটমেন্ট এ বাক্যের সৌন্দর্য বৃদ্ধিতে একটি অপশনাল কিওয়্যার্ড "হয়" ব্যবহার করা হয়।

অপারেটর বিবরন উদাহরন
এর সমান দুটি মান সমান কি না যদি( ক এর মান খ এর সমান হয় );
== দুটি মান সমান কি না যদি( ক == খ)
এর সমান না হয় দুটি মান সমান ভিন্ন কি না যদি( ক এর মান খ এর সমান না হয় );
!= দুটি মান সমান ভিন্ন কি না যদি( ক != খ)
( হতে, থেকে, চেয়ে )(বড়, বেশি) একটির মান অপরটির থেকে বড় কি না যদি(৩ থেকে ৪ বড় হয়)
> একটির মান অপরটির থেকে বড় কি না যদি(৪>৩)
( হতে, থেকে, চেয়ে )(ছোট, কম) একটির মান অপরটির থেকে ছোট কি না যদি(৪ থেকে ৩ ছোট হয়)
< একটির মান অপরটির থেকে ছোট কি না যদি(৩<৪)
>= বড় অথবা সমান যদি( ক >= খ )
<= ছোট অথবা সমান যদি( খ<=ক )

লজিকাল অপারেটর

অপারেটর বিবরন উদাহরন
এবং আবশ্যক কন্ডিশন যদি( ক == ১০ এবং খ == ২০);
&& আবশ্যক কন্ডিশন যদি( ক == ১০ && খ == ২০);
অথবা অপশনাল কন্ডিশন যদি( ক == ১০ অথবা খ == ২০);
|| অপশনাল কন্ডিশন যদি( ক == ১০ || খ == ২০);
! না বোধক যদি( ক != ১০)

বুলিয়ান অপারেটর

অপারেটর উদাহরন
সত্য যদি( গল্প সত্য হয়);
হ্যা ধরি পরিচিত = হ্যা;
মিথ্যা যদি( গল্প মিথ্যা হয়);
না ধরি পরিচিত = না;

গানিতিক অপারেটর

অপারেটর বিবরন উদাহরন
+ যোগ ক = ১০+২০; // ৩০
- বিয়োগ খ = ২৫ - ৫; // ২০
× গুন গ = ৫×৫; // ২৫
* গুন গ = ৫*৫; // ২৫
÷ ভাগ ব = ১০০÷২০; // ৫
/ ভাগ ব = ১০০/২০; // ৫
% ভাগশেষ ভ = ১৪%৩; // ২
++ ইনক্রীমেন্ট বা বৃদ্ধি প = ১০;
প++ ; // ১১
- - ডিক্রীমেন্ট বা হ্রাস ম = ১০;
ম- - ; // ৯